২ মাস পর সিরাজগঞ্জের নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার এক গৃহবধূ নিখোঁজ হওয়ার দুই মাস পর বগুড়া থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2014, 11:58 AM
Updated : 25 Oct 2014, 11:58 AM
নিহত রিনা ইসলাম ওরফে হাফিজা খাতুন (৪০) উপজেলার শুভগাছা গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী।

কাজিপুর থানার ওসি আব্দুল জলিল জানান, শনিবার সকালে বগুড়ার শেরপুর উপজেলার সোনকা এলাকার ইটভাটার পাশের একটি বাড়িতে ওই গৃহবধূর লাশ পাওয়া যায়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বগুড়ার শেরপুর উপজেলার সোনকা এলাকার মৃত সইমুদ্দিনের স্ত্রী মালেকা বেওয়া ও তার ছেলে মাসুদকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, গত ২২ অগাস্ট রিনা বাড়ি থেকে নিখোঁজ হলে তার স্বামী থানায় একটি অপহরণ মামলা করেন। এর পর মোবাইল কললিস্টের সূত্র ধরে শনিবার সকালে বগুড়ার শেরপুরের সোনকা এলাকার ইটভাটার পাশের বস্তি থেকে মাসুদ ও তার মাকে আটক করা হয়। পরে দুপুরে ইটভাটার ভেতরে মাটি খুড়ে তার তার লাশ বের করা হয়।

“গ্রেপ্তারকৃতদের বাড়িতেই ওই গৃহবধূকে হত্যা করা হয়।”

ওসি আরও জানান, ওই ইট ভাটার ম্যানেজার রোকনের সঙ্গে নিহত রিনার পরকীয়া সর্ম্পক ছিল। তিনি পলাতক রয়েছে।