উত্তরায় ৭ ‘ডাকাত’ গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে ডাকাত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 09:44 AM
Updated : 23 Oct 2014, 09:44 AM
গোয়েন্দা পুলিশের উপ কমিশনার শেখ নাজমুল আলম বৃহস্পতিবার পুলিশের গণমাধ্যম কার‌্যালয়ে সাংবাদিকদের জানান, বুধবার রাতে ওই সাতজনকে আটকের সময় ‘ডাকাতির কাজে ব্যবহৃত’ একটি ট্রাক, লাঠি, রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. ইউসুফ হায়দার (৩৫), মো. রনি (২২), মো. হারুন বেপারী (৩৫), মো. জয়নাল আবেদীন (২৮), মো. লুৎফর রহমান ওরফে ফরহাদ (১৮), মো. বাচ্চু আকন (২৪), মো. সাগর ওরফে লালচান।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ঢাকার আশেপাশে তারা সংঘবদ্ধভাবে দোকানের শাটার ভেঙে মালামাল লুট করত। দুই সপ্তাহ আগে তারা কোনাবাড়ির একটি অটোমোবাইল কারখানা থেকে ২০০ ব্যাটারি ও ৫ টন সিসা ডাকাতি করে।”

তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নাজমুল আলম জানান।