লক্ষ্মীপুরের জেল সুপার-জেলার বরখাস্ত

লক্ষ্মীপুরের কারা তত্ত্বাধায়ক মাহবুবুর রহমান ও কারারক্ষক জয়নাল আবেদিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।   

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 05:53 PM
Updated : 23 Oct 2014, 05:52 AM
কারাগারের ভেতরে বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক একেএম টিপু সুলতান।

নানা অনিয়মের অভিযোগের মধ্যে গত জুলাইয়ে লক্ষ্মীপুর কারা অভ্যন্তরে আওয়ামী লীগ নেতা এম এ তাহেরের ছেলে দণ্ডিত আফতাব উদ্দিন বিপ্লবের বিয়ের অনুষ্ঠান নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসক একেএম টিপু সুলতান মঙ্গলবার লক্ষ্মীপুর কারাগার পরিদর্শন করেন। কারাগারে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা দেখে তিনি যে প্রতিবেদন দেন তার ভিত্তিতে কারা মহাপরির্দশক ব্রিগেডিয়ার সৈয়দ ইফতেখার আহম্মদ বুধবার দুই কর্মকর্তাকে বরখাস্তের আদেশ দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা কর্মকর্তা জানান, জেলা প্রশাসক টিপু সুলতান কারাগারের ভেতর আসামিদের কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করেন। কারাগারে মোবাইল ফোন ব্যবহার ও কারা হাসপাতালে ভর্তিতে অনিয়ম ও টাকার বিনিময়ে হাসপাতালে সুস্থ ব্যক্তিদের থাকার প্রমাণও তিনি পান।

দুই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কমিটি গঠন করা হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।