অননুমোদিত ওষুধ বিক্রি: চট্টগ্রামে ৩ জনের সাজা

অনুমোদন ছাড়া ওষুধ বিক্রির দায়ে চট্টগ্রামে তিনটি দোকানের মালিকের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।

চট্টগ্রাম ‍ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 04:06 PM
Updated : 22 Oct 2014, 04:06 PM

এদের মধ্যে নগরীর হাজারি লেইন এলাকার ওষুধ দোকান মালিক রুপেশ বিশ্বাসের ১৫ দিন, সৈকত চৌধুরীর পাঁচ দিন এবং সুভাষ চৌধুরীর পাঁচ দিনের কারাদণ্ড হয়েছে।

বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেয়।

ম্যাজিস্ট্রেট রাকিব জানান, একটি দোকান সিলগালা এবং চারটি দোকানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ড্রাগ অ্যাক্ট ১৯৪০এর ১৮ ধারায় ওষুধ প্রশাসন ও র‌্যাব সদস্যদের সহায়তায় হাজারি গলিতে প্রায় ২০টি দোকানে এ অভিযান চালানো হয়।  

দোকানগুলোর মালিকরা অনুমোদন ছাড়া বিভিন্ন ওষুধ বিক্রি করছিল। কয়েকটি দোকানের লাইসেন্সও ছিল না।

এছাড়া ওই এলাকার ন্যাশনাল ফার্মেসিকে বিশ হাজার এবং তিনটি ফার্মেসিকে নয় হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।