বখাটের উৎপাত, ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক বখাটের উৎপাতে ৭ম শ্রেণির এক ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ রয়েছে।

ফরিদপুর প্রতিনিধিমফিজুর রহমান শিপন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 03:18 PM
Updated : 21 Oct 2014, 03:18 PM
সাতৈর কে এফ করিম উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীর বাবা বিষয়টি জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, কামারহাটি গ্রামের বালাম শেখের বখাটে ছেলে আকিদুল (১৮) দীর্ঘদিন যাবত স্কুলে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাবসহ উত্ত্যক্ত করে আসছিল।

স্কুলের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদসহ বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে কোনো প্রতিকার না পেয়ে অবশেষে মেয়ের স্কুলে যাওয়া বন্ধ করে দেয় তার পরিবার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কে এফ করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম বলেন, বখাটে আকিদুলকে বিভিন্ন সময় সতর্ক করে দেয়ার পরও সে উত্ত্যক্ত করে আসছিল।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা অন্তত ৯ বার এর মীমাংসা করার চেষ্টা করেন। পরবর্তীতে আকিদুলকে স্কুল থেকে বহিষ্কার করা হয়।

ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বোয়ালমারী থানা পুলিশকে জানানো হয়েছে।