ফাঁদ পেতে শিকারি আটক, হরিণের চামড়া উদ্ধার

বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের আমতলী গ্রাম থেকে হরিণের চামড়াসহ চার জনকে আটক করেছে র‌্যাব।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 06:29 AM
Updated : 21 Oct 2014, 06:29 AM
মঙ্গলবার সকাল ১০টায় আটটি হরিণের চামড়াসহ তাদের আটক করা হয়।

তারা হলেন, নাসির (৪২), আইনুল (৪০), কামরুল (৩০) ও এনামুল (৩৩)।

র‌্যাবের পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. ফয়জুল ইসলাম মন্ডল জানান, আটককৃত নাসির হরিণ শিকার চক্রের একটি বড় চক্র পরিচালনা করে আসছিল। নাসিরের সঙ্গে র‌্যাবের একটি সাদা পোশাকের টিম হরিণের চামড়া কেনা-বেচার পরিকল্পনা করে। এরপর র‌্যাব সদস্যদেরকে নাসির তার গ্রামের বাড়ি পাথরঘাটায় চামড়া ক্রয়ের জন্য আসতে বলে।

“র‌্যাব সদস্যরা পাথরঘাটায় যেতে রাজি না হওয়ায় মঙ্গলবার তাদের বরগুনার আমতলী গ্রামের একটি বাড়িতে যেতে বলে। এরপর র‌্যাব সেখানে গেলে পূর্বের কথা অনুযায়ী তাদেরকে আটটি চামড়া বের করে দেয়।”

আটক অন্যদের বাড়িও আমতলী গ্রামে এবং তারা সবাই হরিণ শিকার চক্রের সদস্য।