সিলেটে ইমাম ও অটোরিকশা চালক ‘নিখোঁজ’

সিলেটের বালাগঞ্জ উপজেলার এক মসজিদের ইমাম ও এক অটোরিকশা চালক দুইদিন ধরে নিঁখোজ হওয়ার অভিযোগ করেছেন স্বজনরা।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 02:19 PM
Updated : 20 Oct 2014, 02:19 PM
এ ঘটনায় ওই দুজনের পরিবারের পক্ষ থেকে রোববার বালাগঞ্জ থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডির বরাত দিয়ে বালাগঞ্জ থানার ওসি আকিল উদ্দিন আহমদ জানান, শনিবার রাত ১০টার দিকে বালাগঞ্জ পূর্ব বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আব্দুল হামিদ ওরফে আব্দুস শুকুর কালা হজুর (৫৫) বালাগঞ্জ বাজার থেকে সিএনজি অটোরিকশাযোগে তাজপুরের দিকে যাচ্ছিলেন।

এরপর থেকে অটোরিকশা চালক আরশ আলীসহ (৩০) ইমাম নিখোঁজ রয়েছেন। তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

রোববার ভোর ৬টার দিকে ওসমানীনগরের তাজপুর ইউনিয়নের কাজীরগাঁও এলাকা থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি উদ্ধার করেছে।

ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, কাজীরগাঁও এলাকায় সিএনজি অটোরিকশাটি পাওয়া গেছে। কিন্তু যাত্রী ও চালককের কোনো খোঁজ পাওয়া যায়নি।

ইমাম আব্দুল হামিদ বালাগঞ্জ উপজেলার খারমাপুর গ্রামের প্রয়াত হাজী বাহার উল্লার ছেলে। অটোরিকশা চালক আরশ আলী উপজেলার কাশীপুর গ্রামের প্রয়াত তাহির আলীর ছেলে।

এদিকে, চালকের সন্ধান দাবিতে মঙ্গলবার সকাল থেকে অটোরিকশা ধর্মঘটের ডাক দিয়েছে স্থানীয় পরিবহন শ্রমিক সংগঠন।

বালাগঞ্জ অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি লোকমান আহমদ জানান, ‘নিখোঁজ’ চালকের সন্ধান না পাওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

বালাগঞ্জ থানার ওসি আকিল উদ্দিন বলেন, ‘নিখোঁজ’ ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে থানায় পৃথক দুটি জিডি করা হয়েছে। তাদের সন্ধানে পুলিশ ইতোমধ্যে দেশের সবকটি থানায় জরুরি ইমেইল ও ওয়ারল্যাস বার্তা পাঠিয়েছে।