রাজশাহীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও হত্যা

রাজশাহীর বাঘা উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 10:55 AM
Updated : 20 Oct 2014, 10:55 AM

বাঘা থানার ওসি আমিনুর রহমান জানান, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আমদপুর গ্রামের একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত হানেরা বেগম (৩৭) আমদপুর গ্রামের প্রয়াত রয়েজ উদ্দিনের মেয়ে এবং পাশের তেপুকুরিয়া গ্রামের সুলতান আলীর স্ত্রী।

(প্রতীকী ছবি)

ওসি আমিনুর বলেন, ধর্ষণের পর গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

তিনি আরো বলেন, বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় স্বামী দ্বিতীয় বিয়ে করার পর থেকে হানেরা বাবার বাড়িতে থাকতেন। রোববার সন্ধ্যার পর ভাত খেয়ে হানেরা বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি।

সকালে আম বাগানে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।