বরিশাল খাল রক্ষায় নির্দেশ

বরিশাল শহরের মধ্য দিয়ে প্রবাহিত বরিশাল জেলা খাল রক্ষায় দুই সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 09:56 AM
Updated : 20 Oct 2014, 09:56 AM

এছাড়া ওই খাল ভরাট ও দখল বন্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছে আদালত। 

জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।

ফাইল ছবি

সুপ্রিম কোর্টের আইনজীবি আসাদুজ্জামান সিদ্দিকী আদালতে এই রিট আবেদন করেন। তার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মনজিল মোরসেদ।

হাই কোর্টের দেওয়া আদেশে আগামী দুই সপ্তাহের মধ্যে বরিশাল জেলা খাল ভরাট, দখল ও ময়লা আবর্জনা ফেলা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আর এই নির্দেশ বাস্তবায়নের বিষয়ে চার সপ্তাহের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বিবাদীদের।

বিবাদীরা হলেন- স্থানীয় সরকার ও পরিবেশ সচিব, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, পরিবেশ অধিদপ্তরের মহা পরিচালক ও পরিচালক (এনফোর্সমেন্ট), বরিশাল পরিবেশ দপ্তরের উপপরিচালক, বরিশালের জেলা প্রশাসক ও পুলিশ সুপার।