হরিণের চামড়া উদ্ধার

সুন্দরবন থেকে শিকার করা চিত্রল হরিণের দুটি চামড়া উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 09:53 AM
Updated : 20 Oct 2014, 09:53 AM

রোববার রাতে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনার কয়রা উপজেলার শেখবাড়িয়া নদীর কালিরখাল এলাকায় পরিত্যক্ত অবস্থায় চামড়া দুটি উদ্ধার করা হয়।

পরে চামড়া দুটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয় বলে কোস্ট গার্ড জানিয়েছে।

মংলাস্থ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার এম আলাউদ্দিন নয়ন বলেন, বন্যপ্রাণী পাচারকারী একটি চক্র সুন্দরবন থেকে হরিণ শিকার করে তার চামড়া পাচারের উদ্দেশ্যে লোকালয়ে নিয়ে আসছিল।

গোপন সংবাদ পেয়ে কোস্ট গার্ডের একটি দল কালিরখাল এলাকায় অভিযান চালায়।

পাচারকারীরা তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় দুটি হরিণের চামড়া পাওয়া যায়।