কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত গুলিবিদ্ধ

কক্সবাজারের মহেশখালী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। এসময় আহত হয়েছে চার পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2014, 08:36 AM
Updated : 19 Oct 2014, 08:36 AM

মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন জানান, রোববার ভোরে উপজেলার হোয়ানক এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মোহাম্মদ মোস্তাক (৩২) ওই এলাকার কেরামত আলীর ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হাবিলদার ফরিদ আহমদ, কনেস্টবল মো. আরিফ, আবদুল মান্নান ও শহিদুল্লাহকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি দুটি এলজি বন্দুক, চার রাউন্ড কার্তুজ ও দুইটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

ওসি আলমগীর বলেন, মোহাম্মদ মোস্তাক একজন চিহ্নিত ডাকাত। তিনি উপ পরিদর্শক পরেশ হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামি।

“গ্রেপ্তারের পর মোস্তাকের স্বীকারোক্তি অনুযায়ী রোববার ভোরে হোয়ানক এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে তার বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক পর্যায়ে মোস্তাক গুলিবিদ্ধ হয়।”

এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।