সীতাকুণ্ডে ট্রাকচাপায় কলেজ শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ইদুলপুর বাইপাস সড়কে পাথর বোঝাই একটি ট্রাকের চাপায় এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2014, 08:57 AM
Updated : 18 Oct 2014, 08:57 AM

শনিবার সকাল পৌনে ১০টার দিকে সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় অধ্যাপক জয়নুল আবেদিনকে (৬০) ট্রাকটি চাপা দেয়। ‍

এতে ঘটনাস্থলেই সীতাকুণ্ডের বিজয় স্মরণী ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের এই অধ্যাপকের মৃত্যু হয় বলে সীতাকুণ্ড থানার এসআই কামাল উদ্দিন জানান।

নিহত জয়নুল আবেদিন উপজেলার সৈয়দপুর এলাকার মৃত মৌলভী হামিদুর রহমানের ছেলে।

এসআই কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠতে তিনি রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। এসময় বেপরোয়া গতিতে চট্টগ্রামের দিকে যেতে থাকা পাথর বোঝাই ট্রাকটি তাকে চাপা দেয়।

ওই ট্রাক আটক হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই ওই অধ্যাপকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এসআই কামাল জানিয়েছেন।

“স্থানীয়দের কাছ থেকে জেনেছি অধ্যাপক জয়নুল আবেদিন মুক্তিযোদ্ধা। তিনি রাঙ্গুনিয়ার একটি কলেজ থেকে অবসর গ্রহণের পর গত বছর থেকে বিজয় স্মরণী কলেজে খণ্ডকালীন হিসেবে অধ্যাপনা করতেন,” বলেন তিনি।