গোপালগঞ্জে নৌকা বাইচ উৎসব শুরু

দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় নৌ বাইচের উৎসব শুরু হয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাবুর খালে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2014, 04:20 PM
Updated : 8 Oct 2014, 04:20 PM

তিনদিনের উৎসবের প্রথম দিন বুধবার দুপুরে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত নানা বর্ণ ও সাজে সজ্জিত দৃষ্টিনন্দন নৌকা কয়েকটি রাউন্ডের প্রতিযোগিতায় অংশ নেয়।

উৎসবে গোপালগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, নড়াইল, বরিশালের দুই শতাধিক সরেঙ্গা, ছিপ, কোষা, বাছারী নৌকা অংশ নিচ্ছে।

উৎসব উপলক্ষে বাবুর খালের কালিগঞ্জ বাজার থেকে খেজুরবাড়ি পর্যন্ত দুই কিলোমিটার এলাকা জুড়ে বসেছে নৌকায় নৌকায় মেলা।

উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা জানান, জলাভূমি বেষ্টিত কোটালীপাড়ার জীবন জীবিকার প্রধান অবলম্বন ছিল নৌকা। পূজার সময় নৌকা নিয়ে এলাকার মানুষ জমিদার শিবরাম চৌধুরীর বাড়ি যেতেন। পূজা দেখে ফেরার সময় নৌকায় নৌকায় পাল্লা হতো।

“নৌকার মাধ্যমে চিত্তবিনোদনের চিন্তা থেকে ২০০ বছর আগে স্থানীয়রা নৌকা বাইচের প্রচলন করে। তখন থেকেই লক্ষ্মী পূজার পরের দিন থেকে এ অঞ্চলে নৌকা বাইচ হয়ে আসছে।

আগামী শুক্রবার শেষ হবে নৌকা বাইচ উৎসব।