ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

কোরবানির পশুবাহী ট্রাক বিকল হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বৃহস্পতিবার সকাল থেকেই যানজটে গাড়ি চলছে ধীরগতিতে, এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ঈদে ঘরমুখো মানুষকে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2014, 04:30 AM
Updated : 2 Oct 2014, 12:36 PM

মহাসড়ক পুলিশের গোড়াই থানার ওসি যুবায়দুল আলম জানান, মহাসড়কের এলেঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত পৌলী, আশেকপুর, করটিয়া, পাকুল্লাসহ সাত থেকে আটটি পয়েন্টে ভোরে গরু ভর্তি ট্রাক বিকল হয়ে যায়। ট্রাকগুলো সরিয়ে নিতে ঘণ্টাখানেক সময় লাগে।

এ সময়ে মহাসড়কের এলেঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ২০ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়।

যানজটে আটকে থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। দুই ঘন্টার পথ যেতে কোথাও কোথাও প্রায় ৭/৮ ঘণ্টা সময় লাগছে বলে জানিয়েছেন কয়েকজন।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমে আসবে মনে করেন মহাসড়ক পুলিশ কর্মকর্তা যুবায়দুল।