চট্টগ্রামে পুলিশ হত্যায় মামলার ধারা পরিবর্তন চায় রাষ্ট্রপক্ষ

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের নায়েক ফরিদুল ইসলাম হত্যা মামলার ধারা পরিবর্তন চেয়ে আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 01:08 PM
Updated : 30 Sept 2014, 01:08 PM

মঙ্গলবার মামলায় অভিযোগ গঠনের শুনানির দিনে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ওবায়দুস সোবহানের আদালতে এ ‍আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফখরুদ্দিন চৌধুরী।

আদালত আগামী ২১ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন। ওইদিনই রাষ্ট্রপক্ষের ধারা পরিবর্তনের আবেদনের বিষয়ে আদালত সিদ্ধান্ত জানাবে।

গত ১৪ জানুয়ারি রাতে নগরীর আগ্রাবাদ ব্যাংক কলোনি গেইটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন  নায়েক ফরিদুল ইসলাম।

এঘটনায় করা মামলায় গত ১৭ এপ্রিল চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান খন্দকার।

অভিযুক্তরা হলেন- জসিম উদ্দিন রাজু, মাবুদ দুলাল, অর্জন দে ও মো. মনির।

পিপি ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ আদালতে যে অভিযোগপত্র জমা দিয়েছে তাতে আসামিদের বিরুদ্ধে ৩৯৬ ধারায় অর্থাৎ ডাকাতির উদ্দেশ্যে খুনের অভিযোগ এনেছে।

“কিন্তু ডাকাতির উদ্দেশ্যে খুনের ঘটনার যে ধরনের বিষয় থাকতে হয় তা মামলায় অনুপস্থিত। সরাসরি হত্যার জন্যই এ ঘটনা ঘটানো হয়। তাই মামলার ধারা সংশোধন করে ৩০২ ধারায় বিচার পরিচালনার আবেদন করেছি।”

আসামিদের মধ্যে মনির উচ্চ আদালত থেকে জামিনে নিয়েছেন। অন্য তিনজন কারাগারে আছেন।

মামলায় ৩১ জনকে সাক্ষী করা হয়।