চট্টগ্রাম কারাগারে পূজার আয়োজন

বন্দিদের আয়োজনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পূজা পালন করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2014, 02:22 PM
Updated : 29 Sept 2014, 02:55 PM

দেবীর বোধন, অধিবাস ও ষষ্ঠীর মধ্য দিয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ছগির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারা কর্তৃপক্ষের সহায়তায় বন্দিরা এ পূজার আয়োজন করেছে।

“পূজার জন্য কারাগারের বিপ্লবী তারকেশ্বর ভবনের একটি কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে।”

“দেবী দুর্গার ছবি বসিয়ে সেখানে পূজার আয়োজন করা হবে। ইতোমধ্যে পূজার সব কাজ সম্পন্ন হয়েছে।”

বিজয়া দশমীতে কারা কর্মকর্তাদের পাশাপাশি চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদকেও দাওয়াত করা হবে বলে জানান জেল সুপার ছগির মিয়া।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তমী থেকে দশমী পর্যন্ত নিত্য পূজা, আরতি ও প্রসাদ বিতরণ করা হবে। বন্দিদের জন্য আয়োজন করা হবে সঙ্গীতানুষ্ঠানেরও।

পূজারী হিসেবে পূজার কাজ সম্পাদন করবেন বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত নায়েক সুবেদার ধরনী লাল শর্মা।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হিন্দু ধর্মাবলম্বী বন্দির সংখ্যা দুই শ’রও বেশি। এর মধ্যে ২০ জন কয়েদি, বাকিরা হাজতি।