সিরাজগঞ্জে ২ মাদক বিক্রেতার যাবজ্জীবন

সিরাজগঞ্জে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2014, 09:58 AM
Updated : 23 Sept 2014, 09:58 AM

মঙ্গলবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা জজ (প্রথম) আদালতের বিচারক শেখ নাসিরুল হক এ রায় দেন।

একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্বকোয়ালি গ্রামের আবুল কাশেমের ছেলে রুহুল আমিন শাওন (২৯) ও বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার কলেজপাড়ার মোহাম্মদ আলীর ছেলে রনি হোসেন (২৬)। দুজনই এখন পলাতক রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই নৌকাঘাট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে রহুল আমিন শাওনকে ৬০ বোতল ফেন্সিডিল এবং রনি হোসেনকে ২০ বোতল ও ২ লিটার তরল ফেন্সিডিলসহ আটক করে। এ ঘটনায় কাজিপুর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন।