৪ পুলিশ হত্যা: জামায়াতের সাবেক এমপিসহ ২৩৫ জন আসামি

দেড় বছর পর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের চার পুলিশ হত্যা মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 11:47 AM
Updated : 22 Sept 2014, 12:06 PM

সোমবার সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ২৩৫ জনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

এ ব্যাপারে পুলিশ বিশেষ সতর্কতা অবলম্বন করায় বিষয়টি কাউকে জানানো হয়নি বলে জানান তিনি।

অভিযোগপত্র দিতে দেরির কারণ সম্পর্কে ওসি বলেন, “বদলির কারণে ঘটনার পর থেকে এ পর্যন্ত তিন দফায় তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হয়। আমি সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা। ফলে তদন্ত কাজে বিলম্ব হওয়ার কারণে অভিযোগপত্র দিতে দেরি হয়েছে।”

অভিযুক্তদের মধ্যে ইতোমধ্যে ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই জামায়াত-শিবির নেতাকর্মীরা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় তাণ্ডব শুরু করে।

ওইদিন বিকালে জামায়াত-শিবির কর্মীরা উপজেলার বামনডাঙ্গা রেলস্টেশনে আগুন দেয়। তারা সান্তাহার-লালমনিরহাট রুটের রেল লাইন তুলে ফেলে। পরে তারা সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালায়। ওই সময় তাদের হামলায় চার কনস্টেবল নিহত হয়।

এ ঘটনায় তৎকালীন সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু হানিফ জামায়াতের সাবেক সাংসদ আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ৮৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২ হাজার ৫০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।