গাইবান্ধায় স্ত্রীকে গলাকেটে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 01:37 PM
Updated : 21 Sept 2014, 01:37 PM

রোববার রাতে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাহার গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত নুরজাহান বেগম (৪০) ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে এবং একই গ্রামের মঞ্জু মিয়ার (৪৫) স্ত্রী।

এ ঘটনার পর থেকে মঞ্জু মিয়া পলাতক। মঞ্জু মিয়া নিহত নুরজাহানের দ্বিতীয় স্বামী।

গোবিন্দগঞ্জ থানার  পরিদর্শক (তদন্ত) মেহেদি রাসেল জানান, শনিবার গভীর রাতে মঞ্জু মিয়া ৬/৭ জন লোককে সঙ্গে নিয়ে নুরজাহানের শোয়ার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা ওই ঘরে থাকা নুরজাহানের ছেলে নুরুন্নবী (০৮) ও মা সামত্য বানুর (৬৫) হাত-পা-মুখ বেঁধে ফেলে এবং তাদের চোখের সামনেই নুরজাহানকে জবাই করে হত্যা করে।

গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম বলেন, গত বছর জুন মাসে স্বামী পরিত্যক্তা নুরজাহানকে প্রতিবেশী মঞ্জু মিয়া ধর্ষণ করে। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

এ বিষয় নিয়ে চলতি বছরের জানুয়ারিতে সালিশ বৈঠকের মাধ্যমে মঞ্জু মিয়ার সঙ্গে নুরজাহানের বিয়ে রেজিস্ট্রি হয়। কিন্তু পরবর্তীতে সন্তানের স্বীকৃতি এবং নুরজাহানকে করে ঘরে তুলে নিতে তালবাহনা শুরু করে মঞ্জু।

এরপর চলতি বছর ১৪ মার্চ তার বিরুদ্ধে নুরজাহান মামলা দায়ের করেন। ওই মামলায় জুন মাসে জামিন নিতে গিয়ে মঞ্জু গ্রেপ্তার হয়। সম্প্রতি আদালত থেকে জামিনে কারাগার থেকে বাড়ি আসে। 

এ ঘটনায় নিহতের ভগ্নিপতি ফারুক হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান।