চুয়াডাঙ্গায় অপহৃত শিশু নাটোরে উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে অপহরণের দুইদিন পর এক শিশুকে নাটোর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 01:02 PM
Updated : 21 Sept 2014, 01:02 PM

রোববার বিকাল ৩টার দিকে নাটোর সদরের ধুড়ধুড়িয়া গ্রামের একটি বাড়ি থেকে মোহাম্মদ আব্দুল্লাহকে (৬) উদ্ধার এবং মকবুল হোসেনকে (৫৫) আটক করা হয়।

দামুড়হুদা থানার ওসি কামরুজ্জামান জানান, শুক্রবার দুপুরে দামুড়হুদা উপজেলার কোষাভাটা গ্রামের মকবুল হোসেন তার দুই শিশুপুত্র এবং প্রতিবেশী আব্দুল খালেকের শিশুপুত্র মোহাম্মদ আব্দুল্লাহকে মুজিবনগর বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়।

শিশুদের নিয়ে ফিরে না আসায় আব্দুল্লাহর বাবা সন্ধ্যায় মকবুলকে ফোন করলে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে বলে জানান।

রাতে আব্দুল্লাহর বাবার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোন করেন মকবুল।

এ  ঘটনা  রাতে শিশুটির বাবা পুলিশকে জানালে দামুড়হুদা থানা পুলিশ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাতে থাকে।

রোববার মোবাইল ফোনের মাধ্যমে মুকবুলের অবস্থান শনাক্ত করে নাটোরের একটি বাড়ি থেকে শিশু আব্দুল্লাহকে উদ্ধার এবং অপহরণকারী মকবুলকে আটক করা হয়।