সাভারে ডিপজলের শুটিং স্পটে অগ্নিকাণ্ড

ঢাকার সাভার উপজেলায় শুটিংয়ের কাজে ব্যবহৃত চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের একটি বাড়িতে আগুনে বেশকিছু মালামাল পুড়ে গেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2014, 01:58 PM
Updated : 20 Sept 2014, 01:58 PM

শনিবার বিকালে রাজফুলবাড়িয়ায় ‘ফাহিম সুটিং স্পটে’ এই অগ্নিকাণ্ড হয়। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দমকল বাহিনীর চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিপজল নিজের এ বাড়িটি এখন সিনেমার শুটিং স্পট হিসেবে ব্যবহার করেন।

মনোয়ার হোসেন ডিপজল ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, আগুনে সিনেমা তৈরির মূল্যবান যন্ত্রাংশসহ প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে তার।

যন্ত্রাংশ পুড়ে যাওয়ায় শুটিংয়ের কাজ সাময়িক বন্ধ থাকবে বলেও জানান তিনি।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আনোয়ার হোসেন জানান, বিকাল আনুমানিক পৌনে ৩টার দিকে রাজফুলবাড়িয়ায় চার তলা বাড়িটির চতুর্থ তলায় টিনশেড স্টুডিও থেকে আগুনের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যে আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে।  

এ সময় ডিপজল বাড়িতে অবস্থান করছিলেন। কর্মচারীরা দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে আনেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন।

পরে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ও হেডকোয়ার্টার থেকে একটি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় বিকাল আনুমানিক ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের ধোঁয়ার কুণ্ডলি দেখে আশপাশের বাড়িঘরগুলো থেকে আতংকিত লোকজন বেরিয়ে পড়ে। অনেকে ভয়ে মালামালও ঘর থেকে সরাতে শুরু করে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন মাহমুদ জানান, টিনশেড ফ্লোরটিতে শুটিংয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ফিটিংস ছিল।

বৈদ্যুতিক শট সাকির্ট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।