চুয়াডাঙ্গায় শিশু অপহরণ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ছয় বছরের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2014, 10:57 AM
Updated : 20 Sept 2014, 10:57 AM

শুক্রবার অপহৃত মোহাম্মদ আবদুল্লাহ (৬) উপজেলার কোষাঘাটা গ্রামের আবদুল খালেকের ছেলে।

দামুড়হুদা থানার ওসি কামরুজ্জামান জানান, শুক্রবার দুপুরে মকবুল হোসেন নামে পূর্ব পরিচিত এক ব্যক্তি তার দুই ছেলের সঙ্গে আবদুল্লাহকে মুজিবনগর বেড়াতে নেয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়।

পরে ওই ব্যক্তি অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরিবারের সদস্যদের উদ্ধৃত করে ওসি জানান, মকবুল এক বছর আগে তার দুই শিশুপুত্রকে সঙ্গে নিয়ে কোষাঘাটা গ্রামে এসে আশ্রয় নেয় এবং গ্রামের জমি লিজ নিয়ে চাষাবাদ শুরু করে।

নিজের দুই ছেলের সঙ্গে মুজিবনগর বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে আব্দুল্লাহকে বাড়ি থেকে নিয়ে যায়। ফিরে আসতে দেরি হওয়ায় ওইদিন সন্ধ্যায় মোবাইলে ফোন করলে আবদুল্লাহ তার সঙ্গেই আছে এবং কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে বলে জানায় মকবুল।

তারপরও ফিরে না আসায় রাতে আবারও ফোন করা হলে আবদুল্লাহকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দেয়া হলে তাকে ছেড়ে দেয়া হবে বলে জানায় মকবুল।

আবদুল্লাহকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান ওসি কামরুজ্জামান।