চাচা-চাচির ‘মারধরে’ কিশোরীর মৃত্যু

সিরাজগঞ্জে মোবাইল ফোনে মায়ের সঙ্গে কথা বলায় চাচা-চাচির মারধরে এক কিশোরীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2014, 09:06 AM
Updated : 19 Sept 2014, 09:06 AM

মৃত খাদিজা খাতুন মিতু (১৪) শহরের নতুন ভাঙাবাড়ি মহল্লার মৃত আব্দুল খালেকের মেয়ে।

সদর থানার এসআই মানিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে শহরের নতুন ভাঙাবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কিশোরীর মা মনোয়ারা খাতুন বাদী হয়ে কিশোরীর চাচা খাজাব্বর হোসেন, চাচি রোজিনা খাতুন এবং খাজাব্বরের চাচাতো ভাই শিহাব ও আরিফুলের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। 

মামলার অভিযোগে বলা হয়, স্বামীর মৃত্যুর পর মনোয়ারা খাতুন বগুড়ায় এবং মেয়ে মিতু নতুন ভাঙাবাড়ি মহল্লায় চাচার বাসায় থাকতেন। মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলা নিয়ে মিতুকে প্রায়ই তার চাচা-চাচি মারধর করত।

বৃহস্পতিবার রাতে মোবাইলে মার সঙ্গে কথা বলার সময় খাজাব্বর ও রোজিনা তাকে বেধড়ক মারধর করলে এক পর্যায়ে মারা যায় মিতু। এরপর লাশ ঘরের ধর্নার সঙ্গে ঝুলিয়ে ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন তারা।

এসআই মানিকুল বলেন, ঘটনার পর থেকে খাজাব্বরের পরিবারের সবাই পলাতক রয়েছেন।