বাংলাদেশের জাতিসংঘ সদস্যপদ লাভের ৪০ বছর

রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর জাতিসংঘের সদস্যপদ লাভের ৪০ বছর পূর্তি উদযাপন করেছে বিশ্ব সংস্থাটিতে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্র প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2014, 03:35 PM
Updated : 18 Sept 2014, 03:35 PM

১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় সন্ধ্যা সাড়ে ৬টায় কেক কেটে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন।

এ সময় মিশনের কূটনীতিক ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হয়।

কেক কাটার পর স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, "স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশের উন্নয়নের পাশাপাশি বঙ্গবন্ধু জাতিসংঘের সদস্য পদ লাভে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেন। যার ফলে মাত্র আড়াই বছরে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।"

সদস্যপদ লাভের ৪০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর বিকালে জাতিসংঘ সদর দপ্তরে একটি বড় ধরনের অনুষ্ঠান হবে বলে জানান আব্দুল মোমেন।

জাতিসংঘ মহাসচিব বান কি-মুনসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে উল্লেখ করে তিনি জানান, অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য রাখার কথা রয়েছে।