পদ্মার ভাঙনে বিলীন মাওয়া লঞ্চঘাট

পদ্মার ভাঙনে নদীতে বিলীন হয়ে গেছে মুন্সীগঞ্জের মাওয়া লঞ্চ ঘাট।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 06:26 AM
Updated : 17 Sept 2014, 07:32 AM

বিআইডব্লিউটিসির মাওয়া ঘাট ব্যবস্থাপক সিরাজুল হক জানান, বুধবার সকালে হঠাৎ দুটি দোকানসহ লঞ্চ ঘাট পন্টুনের পেছনের অংশ পদ্মায় ভেঙে পড়ে।

এ পরিস্থিতিতে পাশের পরিত্যক্ত রো রো ফেরি ঘাট দিয়ে অস্থায়ীভাবে লঞ্চ সার্ভিস চালু রাখা হয়েছে। পাশাপাশি আবারও ভাঙন দেখা দেওয়ায় ফেরিঘাট এলাকায়ও সর্তক দৃষ্টি রাখা হয়েছে।

এর আগে ১৯ অগাস্ট আকস্মিক ভাঙনে ৩ নম্বর রো রো ফেরিঘাট পদ্মায় বিলীন হয়ে যায়। এতে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি পারাপারে অচল অবস্থার সৃষ্টি হয়। পরে ২ নম্বর সাধারণ ফেরিঘাটে রো রো ঘাট স্থানান্তর করে সার্ভিস সচল করা হয়।

পরে ২৫ অগাস্ট বিলীন হওয়া ঘাটের প্রায় ১২০ গজ দূরে স্পিডবোট ঘাটের পাশে নতুন ৩ নম্বর ঘাট সাধারণ ফেরির জন্য স্থাপন করা হয়। ২৮ অগাস্ট ওই ঘাটে রো রো ফেরির পন্টুন স্থানান্তর করা হয়।

দ্বিতীয় দফায় গত ১ সেপ্টেম্বর পদ্মার ভাঙনে নতুন রো রো ফেরি ঘাট আবার বন্ধ হয়ে যায়। পরে বিলীন হওয়া রো রো ঘাটটি আগের ৩ নম্বর ফেরি ঘাটের একশ' ফুট পূর্বে স্থাপন করার পর ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় আবার চালু হয়।