গাজীপুরে অটোরিকশা চালক খুন

গাজীপুরের জয়দেবপুরে সোমবার রাতে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। মঙ্গলবার সালনায় মসজিদ থেকে নবজাতক ও কালিয়াকৈরে নদীতে থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 10:28 AM
Updated : 16 Sept 2014, 10:28 AM

এছাড়া  মঙ্গলবার ভোরে গাজীপুরের চান্দনায় বাস চাপায় এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

জয়দেবপুর, কালিয়াকৈর ও নাওজোর মহাসড়ক ফাঁড়ি পুলিশ এসব ঘটনার খবর নিশ্চিত করেছে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মঞ্জুরুল হক জানান, সোমবার রাত ১১টার দিকে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী এলাকা থেকে পাঁচ জনের একটি ছিনতাইকারী দল পুবাইল যাওয়ার কথা বলে একটি অটোরিকশা ভাড়া নেয়। অটোরিকশাটি নীলের পাড়া এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা চালক মনির হোসেনের (৩০) গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে।

এ সময় চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে দেয়। পরে আহত মনিরকে গাজীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মনির গাজীপুর নগরীর বসুগাঁও এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

আটককৃতরা হলেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাইতকুড়ি গ্রামের ফজলু মিয়ার ছেলে রুবেল (২৯) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোপীনগড় গ্রামের শামসুল হকের ছেলে রফিকুল ইসলাম (২২)।

দুই লাশ উদ্ধার

উত্তর সালনা এলাকায় একটি মসজিদের বারান্দা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এসআই মো. মঞ্জুরুল হক জানান,  মঙ্গলবার ভোরে মসজিদে নামাজ পড়তে গিয়ে মসজিদের বারান্দায় নবজাতকের লাশ দেখে জয়দেবপুর থানায় খবর দেন মসজিদের ইমাম। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এছাড়া কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়ার পাশে বোয়ালীয়া নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৃত শামসুদ্দিন মিয়া (৫৩) কাঁচিঘাটা এলাকার পাইলিং ব্যবসায়ী।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে এলাকাবাসী শামশসুদ্দিনের লাশ দেখে পুলিশে খবর দেয়। সোমবার দুপুরে ফুলবাড়িয়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

চান্দনায় বাসচাপায় নিরাপত্তাকর্মী নিহত

গাজীপুরের চান্দনায় বাস চাপায় এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

নিহত আব্দুল মোতালেব সিকদার (৪৫) মীর আক্তার হোসেন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. কামাল পাশা জানান, মঙ্গলবার ভোরে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় আব্দুল মোতালেব সিকদার মারা যান।

নাওজোড় হাইওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি