ঢাকা-চট্টগ্রাম ট্রেন আধ ঘণ্টা বন্ধ

ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারীকে গ্রেপ্তারের গুজবে সোমবার রাতে কিছু যুবক ফেনী ট্রেন স্টেশনের কন্ট্রোল প্যানেল তালাবদ্ধ রাখায় আধ ঘণ্টা ট্রেন চলাচল করেনি।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2014, 05:06 PM
Updated : 15 Sept 2014, 05:06 PM

এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মনির হত্যা মামলার আসামি আটকের ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করেছে।

ফেনী রেল স্টেশন মাস্টার মাহাবুবুর রহমান জানান, ফেনীর স্থানীয় সংসদ সদস্য নিজাম হাজারীকে পুলিশ গ্রেপ্তার করেছে এমন একটি গুজব শহরে ছড়িয়ে পড়লে মহাসড়কের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম রেল পথের ফেনী স্টেশনের কন্ট্রোল প্যানেলের চাবি নিয়ে যায় একদল যুবক।

এতে কুমিল্লার গুণবতি রেল স্টেশনে ঢাকা থেকে চট্টগ্রামগমী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

ফেনী রেল স্টেশন মাস্টার মাহাবুবুর রহমান জানান, আধ ঘণ্টা বন্ধ থাকার পর রাত ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

মহাসড়ক অবরোধ

সোমবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া, ফতেপুর, ফাজিলপুর, মোহাম্মদ আলী বাজার, ফেনী-নোয়াখালী সড়কের পাঁচগাছিয়া বাজার এবং ফেনী-সোনাগাজী সড়কের গোবিন্দপুর এলাকায় অবরোধ করা হয়।   

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মনির হত্যার ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ওরফে কামাল মেম্বার, যুবলীগ নেতা জয়নাল আবদীন ওরফে জয়নাল মেম্বার, মনির ও রহিম উল্লাকে সোমবার রাতে বালিগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মধুয়্যাই গ্রাম থেকে পুলিশ আটক করে ফেনী নিয়ে যায়।

তবে, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক মনির হত্যা মামলায় জয়নাল নামে এজহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

মহাসড়কের ফেনীর মহিপাল হাইওয়ের পরিদর্শক (ওসি) সালেহ আহম্মদ পাঠান জানান, সড়ক অবরোধ তুলতে পুলিশ পাঠানো হয়েছে।