তৈমুরকে গ্রেপ্তারের প্রতিবাদ নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জ বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতে দেয়নি পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2014, 02:26 PM
Updated : 16 Sept 2014, 08:44 AM

সোমবার সন্ধ্যায় ঢাকার মেহেরবা প্লাজায় নিজ কার্যালয় থেকে পল্টন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নারয়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল জানান, সন্ধ্যা ৭টার দিকে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়।

এ সময় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে শ্লোগান দেন। তারা অবিলম্বে তৈমুরের মুক্তির দাবি জানান।

বিজয়নগরে জাতীয় বধির সংস্থার ভবনের বেইজমেন্ট ২০০৪ সালে ৬০ বছরের জন্য লিজ নিয়েছিলেন মো. রুহুল আরেফীন নামে এক ব্যক্তি। তৈমুর এই সংস্থার সভাপতি।

লিজ নেওয়ার পর কিছু অংশে মালামাল রাখলেও পুরো অংশ বুঝিয়ে না দেওয়ায় উচ্চ আদালতে একটি মামলা করেন আরেফীন। মামলার বিজ্ঞপ্তি ওই ভবনে টাঙিয়েও দেওয়া হয়।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তৈমুর এবং তার লোকজন ওই বিজ্ঞপ্তি ভাংচুর এবং আরেফীনের যে মালামাল ছিল তা বাইরে এনে ফেলে দেন।

মেহেরবা প্লাজায় অ্যাডভোকেট তৈমুরের কার্যালয় রয়েছে, সেখান থেকে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।