চবিতে শিবিরনিয়ন্ত্রিত পাঠাগারে জেহাদি বই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির নিয়ন্ত্রিত একটি পাঠাগার থেকে বিপুল পরিমাণ ‘জেহাদি’ বই জব্দ করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2014, 11:41 AM
Updated : 15 Sept 2014, 11:41 AM

সোমবার বেলা ৩টার দিকে ক্যাম্পাসের শিবিরনিয়ন্ত্রিত সোহরাওয়ার্দী হলের উত্তর-পূর্ব পাশে অবস্থিত মামুন স্মৃতি পাঠাগারে এসব বই পাওয়া যায়।

হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাঠাগারটি চবি ক্যাম্পাসে ছাত্র শিবিরের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। সেখান থেকেই শিবিরের সকল নাশকতার পরিকল্পনা হতো বলে আমরা জানতে পেরেছি।”

তিনি বলেন, নাশকতাসহ বিভিন্ন জেহাদি কর্মকাণ্ডের জন্য অনুপ্রেরণামূলক ছয় বস্তা বই জব্দ করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

গত বুধবার চবি শিক্ষক বাসে শিবিরকর্মীদের ককটেল হামলার পর থেকেই ক্যাম্পাসের বিভিন্ন বেসরকারি কটেজসহ আশেপাশের এলাকায় প্রতিদিন অভিযান চালাচ্ছে পুলিশ।