ভাংচুর: সাকা চৌধুরীর অভিযোগ গঠন পেছাল

চট্টগ্রামের একটি ভাংচুরের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে, যিনি একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2014, 06:39 AM
Updated : 3 Sept 2014, 11:56 AM

ভাংচুরের মামলায় অভিযোগ গঠনের দিন থাকায় সাকা চৌধুরীকে বুধবার সকালে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ একে এম নাসির উদ্দিন মাহমুদের আদালতে হাজির করা হয়।

এ আদালতের পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তর জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আসলাম চৌধুরীকে অভিযোগপত্র থেকে বাদ দেয়ায় রাষ্ট্রপক্ষ অধিকতর তদন্তের জন্য একটি আবেদন করে।

এ বিষয়ে শুনানি শেষে আদালত আগামী ১০ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করে দেন।

২০১০ সালের ৭ নভেম্বর চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও ছলিমপুরে রাস্তা অবরোধ করে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে সাকা চৌধুরীর অনুসারী বিএনপিকর্মীরা।

ঘটনার পরদিন পুলিশ সীতাকুণ্ড থানায় বিশেষ ক্ষমতা আইনে এ মামলা করে।

শুনানির জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীকে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালত ভবনে নিয়ে যাওয়া হয়।

এ মামলায় হাজিরার জন্য মঙ্গলবার রাতেই তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে চট্টগ্রামে আনা হয়।