বাগেরহাটে দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

বাগেরহাট শহরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত ও দুই ছাত্র আহত হয়েছেন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 04:10 PM
Updated : 2 Sept 2014, 04:10 PM
মঙ্গলবার বিকালে আমলাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাত হাসানের (১৬) মৃত্যু হয়।

আহতরা হলেন জিতু মল্লিক (১৬) ও হাসিব জামান (১৬)। জিতুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং হাসিবকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জিতু সরকারি পিসি কলেজের ব্যবসা শিক্ষা বিভাগের প্রথম বর্ষ এবং হাসিব মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এদের বাড়ি শহরের পুরাতন বাজার এলাকায়।

রিফাত হাসান একই কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং শহরের হরিণখানা এলাকার মুনসুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সৈয়দ এনাম আহমেদ জানান, বিকাল সাড়ে ৫টার দিকে বাগেরহাট পৌরসভার আমলাপাড়া মোড়ে পৌছে বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে একটি মোটরসাইকেলে থাকা তিন তরুণ রাস্তার উপর পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

বাগেরহাট মডেল থানার ওসি মো. আলী আজম খান বলেন, বাগেরহাট সদর হাসপাতালে তাদের অবস্থার অবনতি হলে আহত রিফাতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়।