আশুগঞ্জে ইউপি সদস্য সমর্থকের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুর ইউনিয়ন পরিষদের দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষ হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 10:05 AM
Updated : 2 Sept 2014, 10:05 AM

মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেন ও ৩ নম্বর ওয়ার্ড সদস্য সিজানুর রহমানের সমর্থকদের মধ্যে চলা এ সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

আশুগঞ্জ থানার ওসি (তদন্ত) মহিউদ্দিন খান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ওই এলাকা থেকে অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় অন্তত ২০টি বাড়ি-ঘরে হামলা ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে দাঙ্গা পুলিশ ও র‌্যাব কাঁদানে গ্যাস, রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষকারীদের হামলায়েআহত আশুগঞ্জ থানার এএসআই মাসুদুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

এছাড়া অপর আহতরা গ্রেপ্তার এড়াতে গোপনে চিকিৎসা নেয়ায় তাদের পরিচয় জানা যায়নি বলে পুলিশ কর্তকর্তা জানান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বালেন, গত ২৪ অগাস্ট কামাল ও সিজানুরের মধ্যে এলাকায় ডাকাতির ঘটনা নিয়ে কাটাকাটি হয়। দুপক্ষের লোকজনের মধ্যে গত চার দিন ধরেই উত্তেজনা চলছিল। এর জেরেই মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে, বলেন তিনি।