চট্টগ্রামে রেল কর্মকর্তাদের বিরুদ্ধে ছাত্রলীগের মামলা

চট্টগ্রাম রেল স্টেশনে টিকিট চাইতে গিয়ে ‘হামলা’র শিকার হওয়ার অভিযোগে রেল কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে ছাত্রলীগ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 07:43 AM
Updated : 2 Sept 2014, 07:43 AM

চট্টগ্রাম নগর ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন টিটু মঙ্গলবার সকালে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে চট্টগ্রাম রেল স্টেশনের সাময়িক বরখাস্ত হওয়া স্টেশন মাস্টার আবু জাফর ও ছুটিতে থাকা রেলওয়ে থানার ওসি ইয়াছিন ফারুককেও আসামি করা হয়েছে।

বাদীর আইনজীবী সানোয়ার আহমেদ লাভলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৭ অগাস্ট চট্টগ্রাম রেল স্টেশনে ওই ঘটনায় মামলার বাদী টিটুও আহত হন।

আদালত মামলা গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

ঢাকায় সমাবেশে যোগ দেয়ার জন্য গত ২৭ অগাস্ট সন্ধ্যায় চট্টগ্রাম রেল স্টেশনে টিকিট চাইতে যান নগর ছাত্রলীগের নেতাকর্মীরা।

তাদের অভিযোগ, চাহিদামত টিকিট দেয়া সম্ভব নয় জানিয়ে রেল কর্মকর্তারা তাদের ‘বাইরে থেকে’ টিকেট সংগ্রহ করতে বলেন।

ওই ঘটনার পর রেল কর্মচারী ও নিরাপত্তা কর্মীরা ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা চালায় বলেও অভিযোগ করেছেন ক্ষমতাসীন দলের এই সহযোগী সংগঠনের নেতারা। 

ওই অভিযোগে রেল স্টেশনের টিকিট কাউন্টারে সেদিন ভাংচুরও চালানো হয়।

পরে রেলওয়ে ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বৈঠক করে স্টেশন মাস্টার আবু জাফরসহ দুই রেল কর্মচারী ও তিন নিরাপত্তাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়।

একই ঘটনায় রেলওয়ে থানার ওসি ইয়াছিন ফারুককে সাময়িক ছুটিতে পাঠানো হয়।