ঈশ্বরদীতে সাবেক ছাত্রলীগ নেতা খুন, অবরোধ

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে গভীর রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 04:54 AM
Updated : 2 Sept 2014, 04:54 AM

এর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করেছে এলাকাবাসী, যাতে উত্তরের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান, সোমবার গভীর রাতে এলাকার রূপপুর মোড়ে হামলার শিকার হন শফিকুজ্জামান ডাবলু (৩০)।

রূপপুর গ্রামের বাসিন্দা ডাবলু একসময় পাকশি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবলীগের সঙ্গে জড়িত ছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি আনোয়ার হোসেন।

পুলিশ কর্মকর্তা বিমান কুমার জানান, রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে রূপপুর মোড়ে ডাবলুর উপর হামলা হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মোটরসাইকেলটি নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী নেয়ার পথেই তিনি মারা যান। 

সকালে এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীসহ ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে।