আ. লীগ নেতার রিভলবারের গুলি বেরিয়ে কলেজছাত্রের মৃত্যু

পাবনায় আওয়ামী লীগের এক নেতার রিভলবার থেকে বেরোনো গুলিতে প্রাণ গেছে এডওয়ার্ড কলেজের এক ছাত্রের।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2014, 07:07 PM
Updated : 31 August 2014, 07:15 PM

মাসুদুর রহমান নামে ওই ছাত্র বন্ধুদের নিয়ে লাইসেন্স করা ওই অস্ত্রটি নিয়ে খেলার সময় দুর্ঘটনাবশত গুলি বেরিয়ে যায় বলে পুলিশ দাবি করেছে।

নিহত মাসুদ হিসাব বিজ্ঞান বিভাগে চতুর্থ বর্ষে পড়তেন। কলেজ সংলগ্ন রাধানগরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টারের মালিকানাধীন ছন্দা ছাত্রাবাসে থাকতেন তিনি।

রিভলবারটি হামিদ মাস্টারের লাইসেন্স করা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম।

রোববার রাত সাড়ে ৯টার দিকে ছন্দা ছাত্রাবাসেই গুলিবিদ্ধ হন মাসুদ (২২)। তাকে অন্য ছাত্ররা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হারুন অর রশিদ বলেন, মাসুদ মারা গেছেন।

এই চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের কয়েকজন সহপাঠী ওই আওয়ামী লীগ নেতার গাড়িতে করেই মাসুদকে হাসপাতালে নিয়ে আসে।

“আমি তাকে মৃত অবস্থায় পাই। তার শরীরের বুকের বাম পাশে একটি গুলির চিহ্ন পেয়েছি মাত্র।”

হামিদ মাস্টারের কাছে এই ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “আমি নামাজ পড়তে মসজিদে ছিলাম। পরে বিষয়টি শুনতে পাই।

“আসলে কী হয়েছে,  প্রকৃত ঘটনা জানি না।”

অন্য ছাত্রদের উদ্ধৃত করে ওসি কাজী হানিফ বলেন, “রাতে ছাত্রাবাসের টিভি রুমে আব্দুল হামিদ মাস্টারের ড্রাইভার শাকিল অস্ত্রটি নিয়ে যায়। 

“সেখানকার কয়েকজন শিক্ষার্থী খেলা করার সময় হঠাৎ গুলি বের হয়ে গেলে মাসুদ গুলিবিদ্ধ হয়।।”

জিজ্ঞাসাবাদের জন্যে ওই আওয়ামী লীগ নেতার গাড়িচালক শাকিলকে আটক এবং রিভলভারটি জব্দ করেছে পুলিশ।

খবর শুনে পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ হাসপাতালে যান। তবে তিনি তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের কিছু বলতে রাজি হননি।