সুলতান স্মরণে নড়াইলে নৌকাবাইচ

চিত্রশিল্পী এস এম সুলতানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলের চিত্রা নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2014, 02:39 PM
Updated : 30 August 2014, 02:39 PM

শনিবার বেলা তিনটার দিকে নড়াইল ফেরিঘাট থেকে এ নৌকাবাইচ শুরু হয়ে শহরের মাছিমদিয়ায় এস এম সুলতান ব্রিজে এসে শেষ হয়।

নড়াইলে জেলা প্রশাসক এম এ গাফফার খান জানান, প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১২টি এবং মহিলা  বিভাগে ০৩টি নৌকা অংশগ্রহণ করে।

পুরুষ বিভাগের কালাই গ্রুপে খুলনার মাহবুবুর রহমান মোল্যার নৌকা ১ম, আনোয়ার মোল্যার নৌকা দ্বিতীয় স্থান এবং টালাই গ্রুপে খুলনার দিদার মোল্যার নৌকা ১ম ও একই এলাকার দীপক কুমার মন্ডলের নৌকা দ্বিতীয় স্থান লাভ করে।

মহিলা গ্রুপে নড়াইলে মুসুড়িয়া এলাকার গানের পাখি ১ম ও নড়াইলের চাচুড়ী এলাকার জলপরি ২য় স্থান লাভ করে।

এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বাংলাদেশ রোইং ফেডারেশনের উদ্যোগে এবং বেসরকারি মোবাইল ফোন অপারেট বাংলালিংক এর সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নড়াইলের জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি এম এ গাফফার খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আব্দুল জলিল।

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. শফিক আম্মেদ সিদ্দিক প্রমুখ।