ফারুকীর খুনিদের গ্রেপ্তার দাবি  

টেলিভিশনে ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক ও আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শুক্রবার গাজীপুর ও মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

গাজীপুর ও মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2014, 03:03 PM
Updated : 29 August 2014, 10:11 PM

জুমার নামাজের পর গাজীপুর শহরের মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার নেতা ওয়াজ উদ্দিন মিয়া, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা আব্দুল আউয়াল আল কাদরী, বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম আক্তার হোসেন গাজীপুরী, হারুন অর রশিদ যুক্তিবাদী প্রমুখ।

পরে একটি বিক্ষোভ মিছিল মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে বিকালে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুপার মার্কেট চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা আবার মিছিল নিয়ে লিচুতলা গিয়ে মিছিল শেষ করেন।

এ সময় বক্তারা ফারুকীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের দাবি জানান।

বুধবার রাতে পূর্ব রাজাবাজারের নিজ বাসায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় নেতা নূরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।