চাঁদপুরে লবণবোঝাই ট্রলার ডুবে নিহত ১

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে ‘এমভি ওসমান’ নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ সময় নিহত নিহত হয়েছেন এক শ্রমিক।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2014, 06:42 AM
Updated : 29 August 2014, 06:42 AM

জাহাজটিতে লবণ আনা হচ্ছিল বলে তীরে উঠতে সক্ষম শ্রমিকরা জানিয়েছেন।

নিহত শ্রমিকের নাম মো. আরশাদ (৫৫)। তার বাড়ি চট্টগ্রামের মিরশরাই এলাকায়।

হাইমচর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, কক্সবাজারের কুতুবদিয়া থেকে ছেড়ে আসা লবণবাহী একটি কার্গো জাহাজ নারায়ণগঞ্জের দিকে আসছিল। এটি শুক্রবার বেলা ১১টায় চাঁদপুরের হাইমচর উপজেলার তেলিরমোড় এলাকায় মেঘনা নদী অতিক্রমকালে ডুবোচরের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়।

এ সময় কার্গোতে থাকা আট শ্রমিক সাঁতরে নদীতীরে উঠতে সক্ষম হলেও আরশাদ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, কার্গোবাহী জাহাজটিতে ৫ হাজার মণ লবণ ছিল। জাহাজটি তেলিরমোড় এলাকায় মেঘনা নদীতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। এটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।

এদিকে গত মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় চাঁদপুরের হরিসভা এলাকায় ‘এমভি চিতলমারি’ নামের একটি ক্লিংকার বোঝাই জাহাজ নিমজ্জিত হলেও তা এখনো উদ্ধার বা শনাক্ত করা সম্ভব হয়নি। ডুবে যাওয়া জাহাজটিতে ১৩০০ টন ক্লিংকার ছিল।

ট্যাংকারবাহী জাহাজ এমভি হেকমত’ ক্লিংকার বোঝাই অপর জাহাজ এমভি চিতলমারি’-কে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে।