স্কুলছাত্রকে খুনের দায়ে ৩ জনের ফাঁসি

টঙ্গীর স্কুলছাত্র ইনজামুল হক হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও এক আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2014, 10:17 AM
Updated : 28 August 2014, 10:24 AM

গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক খালেদা ইয়াসমিন বৃহস্পতিবার সাত বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- টঙ্গীর আউচপাড়া এলাকার ইব্রাহিম হোসেন সেলিম (২৫), একই এলাকার নাহিদ ইসলাম নাহিদ (২৮) ও মো. সাহেব আলী (৩০)।

এ ছাড়া মো. হান্নান (২৮) নামের আরেক আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৭ অক্টোবর টঙ্গীর আউচপাড়া মোক্তারবাড়ি রোড এলাকার সফি উদ্দিন মোল্লার ছেলে ও উত্তরার সৃষ্টি সেন্টাল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ইনজামুল হক অপহৃত হয়।

পরে আসামিরা ইনজামুলের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

অপহরণের ১০ দিন পর পুলিশ ও র‌্যাব সদস্যরা ওই এলাকার পরিত্যক্ত একটি বাড়ি থেকে ইনজামুলের মাটি চাপা দেয়া লাশ উদ্ধার করে।