সাভারে পোশাক কারখানা বন্ধ ঘোষণা

ছাঁটাই দুই শ্রমিককে পুনর্বহালের দাবিতে কর্মবিরতির মধ্যেই সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2014, 08:47 AM
Updated : 27 August 2014, 08:47 AM

শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, বুধবার সকালে আশুলিয়ার বেরন এলাকার ডিজাইনার জিনস লিমিটেডের মূল ফটকে কারখানা বন্ধের নোটিস ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা জানান, কাজে গাফিলতির অভিযোগ এনে কারখানার লাইন চিফ জাহাঙ্গীর আলম ও অপারেটর জাহাঙ্গীর হোসেনকে সোমবার বিকালে কারণ দর্শানোর নোটিস দেয় কর্তৃপক্ষ। পরদিন মঙ্গলবার তাদের কারখানায় ঢুকতে না দিয়ে ছাঁটাইয়ের ঘোষণা দেয়া হয়।

এ খবরে তাদের পুনর্বহালের দাবিতে ওইদিন থেকেই কর্মবিরতি শুরু করেন কারখানার শ্রমিকরা। মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় বুধবার কারখানা বন্ধের নোটিস আসে।

শিল্প পুলিশের কর্মকর্তা মোস্তাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।”

এ বিষয়ে ‘ডিজাইনার জিনস লিমিটেড’ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হননি।

এদিকে আশুলিয়ার জামগড়া এলাকায় সোনিয়া ফাইন নিট লিমিটেড নামে একটি কারখানার শতাধিক শ্রমিক বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে প্রতীকী অনশন করছেন।

চার দফা দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যে গত ১৮ অগাস্ট কারখানাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এরপর থেকেই কারখানা খুলে দেয়ার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছে শ্রমিকরা।