সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত

সিরাজগঞ্জ শহরের রায়পুর রেলওয়ে স্টেশনে অভ্যন্তরীণ রুটের একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2014, 06:52 AM
Updated : 27 August 2014, 06:52 AM
সিরাজগঞ্জ জিআরপি থানার এসআই হায়দার আলী জানান, বুধবার সকালে রায়পুর স্টেশনে এ দুর্ঘটনার পর সিরাজগঞ্জ-ঢাকা ও সিরাজগঞ্জ-ঈশ্বরদী রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।  

পরে মালবাহী ট্রেনের ইঞ্জিনের সাহায্যে আটকে থাকা ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।    

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈশ্বরদী থেকে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল। পথে সকাল পৌনে ১০টার দিকে রায়পুর স্টেশনে বিকল্প লাইনে গিয়ে শুধু ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় তা লাইনচ্যুত হয়।

এদিকে, আগামী ৪/৫ ঘণ্টার মধ্যে লাইনচ্যুত ইঞ্জিনটি সরানো হবে বলে আশা করছেন ওই পুলিশ কর্মকর্তা।