পেট্রোল ঢেলে আগুন দেয়ার ৪২ দিন পর মৃত্যু

গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ৪২ দিন পর জয়পুরহাটে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2014, 12:30 PM
Updated : 23 August 2014, 12:30 PM

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে সুনীল মহন্তের (৪৫) মৃত্যু হয়।

সুনীল মহন্ত সদর উপজেলার খঞ্জনপুর উত্তর পাড়ার মৃত রবিন মহন্তের ছেলে।

সদর থানার এএসআই মুমিনুল হক জানান, গত ১২ জুলাই উপজেলার মহুরুল গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে তোফাজ্জল হোসেনের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকটি হয় সুনীল মহন্তের।

পরে রাতে তাকে বাড়ি থেকে ডেকে পার্শ্ববতী মাঠে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তোফাজ্জল ও তার সঙ্গীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান।

অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা শেষে আবারো তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

এর আগে ১৩ জুলাই সুনীলের মামাত ভাই রিপন মহন্ত বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এই ঘটনায় পুলিশ গত ২১ জুলাই তোফাজ্জলকে গ্রেপ্তার করে। পরে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়।