পতেঙ্গায় দুর্ঘটনায় পণ্যবাহী জাহাজ

চট্টগ্রাম বন্দরের অদূরে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় একটি লাইটারেজের (ছোট আকারের পণ্যবাহী জাহাজ) তলা ফুটো হয়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2014, 09:13 AM
Updated : 23 August 2014, 12:00 PM

রোববার সকাল ১১টার দিকে এমভি নাসা নামের ক্লিঙ্কারবাহী জাহজটি পতেঙ্গা সৈকতের কাছাকাছি পৌঁছালে সেখানে আগে থেকে ডুবে থাকা অন্য একটি লাইটারেজের সঙ্গে ধাক্কা লাগে।

এতে এমভি নাসার তলা ফুটো হয়ে যায়।

চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরমুখী এমভি নাসা পতেঙ্গা সৈকতের কাছাকাছি পৌঁছালে এটির তলা ফুটো হয়ে যায়। পরে জাহাজটি সৈকতে নোঙ্গর করা হয়েছে।

“জাহাজে থাকা ১২ নাবিক ও ক্রু সবাই নেমে গেছেন। তারা নিরাপদে আছেন। সাগরে ডুবে থাকা এমভি সুন্দরবন-১ এর সঙ্গে ধাক্কা লেগে এমভি নাসার তলা ফুটো হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।”

গত জুন মাসে বন্দর থেকে পণ্য নিয়ে যাওয়ার সময় পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছাকাছি এমভি সুন্দরবন-১ ডুবে যায়। এটি এখনো সেখানেই আছে।