শত কোটি টাকার সাপের বিষ আটক

যশোরের আমড়াখালি চেকপোস্ট থেকে একশো কোটি টাকা মূল্যের সাপের বিষের অবৈধ চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2014, 07:30 AM
Updated : 23 August 2014, 09:30 AM

যশোর ২৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার রাত ১১টার দিকে যশোরগামী একটি প্রাইভেটকারের গতিরোধ করে তাতে তল্লাশি চালিয়ে ছয়টি কন্টেইনার থেকে ১২ পাউন্ড সাপের বিষ উদ্ধার করা হয়।

এসময় গাড়ি চালক মিরন কাজীকে আটক করা হয়। বেনাপোল এলাকাতেই তার বাড়ি।

বিষের সঙ্গে থাকা ‘ম্যানুয়ালে’ এর মূল্য প্রায় একশো কোটি টাকা উল্লেখ করা আছে বলেও জানিয়েছেন বিজিবি অধিনায়ক জাহাঙ্গীর।

তিনি বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফ্রান্স থেকে ভারতে আসা বিষের চালানটি শুক্রবার বেনাপোল সীমান্তে ঢুকে। এরপর তা ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।  

গোপন সূত্রে এ খবর পেয়ে গত ৩/৪ দিন ধরে সীমান্তে কড়া নজরদারি করা হয়।

“১২ পাউন্ড সাপের বিষ বিশেষভাবে তৈরি ছয়টি কন্টেইনারে প্রাইভেটকারের সিটের নিচে লুকিয়ে পাচার করা হচ্ছিল।”