চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিক্ষোভে পুলিশের বাধা

সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা বাড়ানোর দাবিতে আন্দোলনরত ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের’ বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2014, 01:40 PM
Updated : 22 August 2014, 03:00 PM

শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) বেঁধে দেয়া ৩০ বছরের সময়সীমা বাড়িয়ে ৩৫ করার দাবিতে শতাধিক বিক্ষোভকারী জড়ো হয়ে সমাবেশ করেন।

সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল বের করে পাবলিক লাইব্রেরি ও শাহবাগ থানার সামনে দিয়ে ঘুরে আবার জাতীয় জাদুঘরের সামনে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।

এসময় পুলিশের ব্যারিকেড ভেঙ্গে শিক্ষার্থীরা এগিয়ে যেতে চাইলে দুইপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে পুলিশ তাদের ব্যানার এবং মাইক কেড়ে নিয়ে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

সাধারণ ছাত্র পরিষদের সমন্বয়ক ইমতিয়াজ হোসেন বলেন, “চাকরীর বয়সসীমা বাড়াতে তারা প্রায় আড়াই বছর যাবত আন্দোলন করছেন। শুক্রবার তাদের শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি থাকলেও পুলিশ তা করতে দেয়নি।”

এ প্রসঙ্গে জানতে চাইলে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের কর্মসূচিতে কোনো অনুমোদন ছিলো না। তাছাড়া তারা অবৈধভাবে রাস্তা অবরোধ করার চেষ্টা করছিলো। এজন্য তাদের সারিয়ে দেওয়া হয়েছে।”