কমলাপুরে কোটি টাকার সোনা

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ৪০টি সোনার বারসহ এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2014, 03:21 AM
Updated : 22 August 2014, 03:21 AM

আটক মো. শাহীন (২৭) আন্তঃনগর ট্রেন তূর্ণা নিশীথায় চট্টগ্রাম থেকে শুক্রবার সকালে ঢাকায় আসেন। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ঢাকা রেলওয়ে থানার ওসি মো. আবদুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে ৮টার দিকে শাহীনকে আটক করা হয়।

তিনি বলেন, "চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা নিশীথার এক যাত্রীর কাছে সোনা রয়েছে বলে পুলিশের কাছে খবর আসে।

ফাইল ছবি

"ট্রেনটি কমলাপুর স্টেশনে আসার সঙ্গে সঙ্গে পুলিশ তল্লাশি শুরু করে। শাহীনের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ট্রেন থেকে নামিয়ে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তল্লাশি করে শাহীনের কোমরে মোড়ানো ৪০টি সোনার বার পাওয়া যায়।

ওসি জানান, সোনাগুলোর ওজন সাড়ে চার কেজি, যার আনুমানিক বাজারমূল্য দুই কোটি চল্লিশ লাখ টাকা।

জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।