হাতিয়ায় ১৩ জলদস্যুকে গনপিটুনি, অস্ত্র উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় সাগরে ডাকাতির সময় ১৩ জলসদস্যুকে গণপিটুনি দিয়েছে জেলেরা।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2014, 04:34 PM
Updated : 21 August 2014, 04:34 PM

বৃহস্পতিবার কিকেলে হাতিয়ার নিঝুম দ্বীপের দক্ষিণে সাগরে এঘটনা ঘটে।

জলদস্যুরা হলেন- আজগর (৩২), দেলোয়ার হোসেন (২৮), এসহাক (২৮), রফিক (২৭), সফি আলম (২০), আবদুল মালেক (২২), কালু (২১), শাহজাহান (২৬), সাদেক (২২), নূর হোসেন (১৮), হাসান (১২), জয়নাল (১৫) ও আবদুল আজিজ( ২০)। এরা সবাই চট্টগ্রামের বাশঁখালি উপজেলা বাসিন্দা।

হাতিয়া থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি জানান, নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরে ফিরে আসার সময় জলদস্যুরা জেলেদের কয়েকটি ট্রলারে হানা দিয়ে মাছ ও টাকা ও মালামাল লুট করে। এসময় আশপাশের জেলেরা সংগঠিত হয়ে জলদস্যুদের ঘিরে ফেলে।

“এক পর্যায়ে জলদস্যুদের লগি বৈঠা দিয়ে মাঝনদীতে ফেলে দেয় জেলেরা। এরপর দস্যুরা সাঁতরে তীরে উঠলে উত্তেজিত জেলেরা সাতজনের চোখ উপড়ে ফেলে।”

এসময় জলদস্যুদের কাছ থেকে একটি একনলা বন্দুকসহ বেশকিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয় বলে জানানি তিনি।