উপজেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্বে ৯৪ জন

৯৪ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাকে উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2014, 04:35 PM
Updated : 19 August 2014, 04:35 PM

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এদেরকে উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব দিয়ে বিভিন্ন থানায় বদলি করা হয়।

আদেশে বলা হয়েছে, চলতি দায়িত্ব পদোন্নতি হিসেবে গণ্য হবে না। উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা পদে সরকারি কর্ম কমিশন সরাসরি নিয়োগ দিলে চলতি দায়িত্বপ্রাপ্তদের স্বপদে ফিরতে হবে।

চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পদোন্নতি না হওয়া পর্যন্ত মূলপদ/ফিডার পদ শূন্য করা যাবে না বলেও জানানো হয়েছে আদেশে।

আগামী ৩১ অগাস্টের মধ্যে চলতি দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের পদায়নকৃত কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় আগামী ১ সেপ্টেম্বর তারা অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।