পুরান ঢাকায় হোটেলে আগুনে দুজনের মৃত্যু

পুরান ঢাকার সিদ্দিক বাজারের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই বোর্ডারের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2014, 01:34 PM
Updated : 1 August 2014, 01:34 PM

শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে ওই এলাকার ‘মুসলিম আবাসিক’ হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে বংশাল থানার ওসি আবদুল কুদ্দুস ফকির জানিয়েছেন।

আগুনে পুড়ে মো. সুলতান (৫৫) ও সাইজউদ্দিন (৩৪) নামে দুজনের মৃত্যু হয়।

তারা প্রায়ই ওই হোটেলে রাত্রিযাপন করতেন বলে হোটেল ব্যবস্থাপক আবুল খায়ের পুলিশকে জানিয়েছেন।

তবে আগুনে হোটেলের খাতাপত্র পুড়ে যাওয়ায় নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মো. ফরহাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার ব্রিগেডের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানোর পর হোটেলের একটি কক্ষে দুজনের লাশ পাওয়া যায়।

কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

ওসি কুদ্দুস জানান, টিনশেড ‍দ্বিতল আবাসিক হোটেলে রাতে ছয় জন বোর্ডার ছিলেন। আগুন লাগার পর অন্যরা বেরিয়ে আসতে পারলেও সুলতান ও সাইজউদ্দিন বের হতে পারেননি।

এ ঘটনায় হোটেলের ব্যবস্থাপক আবুল খায়ের থানায় একটি মামলা করেছেন বলে জানান তিনি।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।