খুলনায় ব্যবসায়ী ‘হত্যাচেষ্টায়’ গ্রেপ্তার ২

খুলনা জেলার ফুলতলা উপজেলায় ব্যবসায়ী হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2014, 06:39 AM
Updated : 31 July 2014, 06:39 AM

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি ত ম রোকনুজ্জামান জানান, গ্রেপ্তার দুই জনের কাছে পাঁচটি বোমা, একটি বন্দুক ও ২৫টি গুলি পাওয়া গেছে।    

গ্রেপ্তার দুজন হলেন- শফিক (২৫) ও ফারুক (২৬)। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তাজপুরে গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা কর্মকর্তা রোকনুজ্জামান জানান, গত ২৭ জুলাই ফুলতলার চাল ব্যবসায়ী রমেশ কুণ্ডুকে ‘হত্যার উদ্দেশ্যে’ তার বাড়িতে একটি শক্তিশালী বোমা ছোঁড়ে দুর্বৃত্তরা। এতে ব্যবসায়ী রমেশের শারীরিক কোনো ক্ষতি না হলেও, তার বাড়ির দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়।

হামলাকারীদের ধরতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার রাতে তাজপুর গ্রামে ফারুকের বাড়িতে অভিযান চালায় এবং বোমা, অস্ত্র ও গোলাবারুদসহ তাকে আটক করে।

পরে জিজ্ঞাসাবাদে ফারুকের দেয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে শফিককে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বুধবার গভীর রাতে ফুলতলা থানায় একটি ‘হত্যাচেষ্টা’ মামলা হয়েছে বলে রোকনুজ্জামান জানান।